মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের কৃষ্ণপুর গ্রামে বালি বোঝাই ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটো রিকশা মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কের বালি বোঝাই ট্রাক্টর আলমডাঙ্গার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক্টরের ধাক্কায় চুয়াডাঙ্গার আলুকদিয়া গ্রামের বিশ্বাস পাড়ার সাহেব আলীর ছেলে অটো চালক মান্নান, গোপালপুর গ্রামের মৃত ট্যাংরা আলীর মেয়ে ভানু, হানুরবাড়াদির অজগরের ছেলে আব্দুর রহিম আহত হয়। মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ স্থানীয়দের সহাযোগিতাই তাদের উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। ট্রাক্টর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এছাড়া বালি বোঝাই ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটো রিকশা মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানায়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ