মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে নাইম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের আইসি এসআই ইউসুফ আলী সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে সোনাতনপুর বাবুপাড়া মোড়স্থ মৃত আকবর আলীর ছেলে শুকুর আলীর মুদি দোকানের সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে ৫০ পিস চ্যাপেন্টাডল ট্যাবলেটসহ সোনাতনপুর গ্রামের শুকুর আলীর ছেলে নাইম হোসেনকে (১৯) হাতে নাতে আটক করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রজু করা হয়েছে বলে আলমডাঙ্গা থানার প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.