আলমডাঙ্গার মুন্সিগঞ্জে চোরাই লাটাহাম্বারসহ সংঘবদ্ধ ৫ চোর আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে চোরাই স্যালোইনঞ্জিন চালিত লাটাহাম্বারসহ সংঘবদ্ধ ৫ চোরকে আটক করেছে। গত পরশু রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের সোনাতনপুর বাবুপাড়ার মৃত আকবার আলীর ছেলে শুকুর আলীর স্যালোইঞ্জিন চালিত লাটাহাম্বার গত ২৬ ফেব্রুয়ারি ভোরের দিকে নিজ বাড়ির উঠান থেকে চুরি হয়। গাড়িটির মূল্য প্রায় ৩ লাখ টাকা। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর (ওসি) রহমানের নির্দেশে মুন্সিগঞ্জ ফাড়ি পুলিশের ইনচার্জ এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গত শনিবার রাতভর অভিযান পরিচালনা করেন। অভিযানে আলমডাঙ্গার আসাননগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মানিক হোসেন (২৩), বেলগাছি গ্রামের জমশেদ আলীর ছেলে আলী কদর (২৩), জসিম উদ্দিনের ছেলে মিলন মিয়া (২৫), সরোজগঞ্জের জয়নাল গাজীর ছেলে শাকিল হোসেন (২৪), ঝিনাইদহদের হরিণাকু-ু থানার সড়াতলা গ্রামের দিপুর ছেলে সাগরকে (২৩), আটক করে চোরাই লাটাহাম্বার গাড়ীটি উদ্ধার করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More