ভ্রাম্যমান/হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার মহেশপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী সায়ের আলী মরহেদ ৬ দিন পর বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় মহেশপুর স্কুল মাঠে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে ভোরের দিকে তার মরদেহ বাড়িতে পৌছায়। মরদেহ লাশ একনজর দেখার জন্য শত শত নারী-পুরুষ সায়ের আলীর বাড়িতে ভিড় করে। সায়ের আলী (৪৫) আলিম বিশ্বাসের বড় ছেলে। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টার দিকে সিঙ্গাপুর ডরমিটরিতে সায়ের আলী স্ট্রোকে আক্রান্ত হয়ে ঘরের মেঝেতে পড়ে যায়। সেখান থেকে তার সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় সায়ের আলীর পিতা-মাতা, স্ত্রী সন্তানসহ এলাকাবাসী হতবাক হয়ে যান। জীবিকার তাগিদে ৯ মাস আগে সায়ের আলী সিঙ্গাপুর যান। তিনি ৩ কন্যা সন্তানের জনক। বড় মেয়ে লামিয়া ১০ম শ্রেণির ছাত্রী, মেজ মেয়ে সামিহা বয়স ৫ বছর আর ছোট মেয়ে সিনথিয়া বয়স মাত্র দেড় বছর।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.