হাটবোলিয়া প্রতিনিধি: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে আলমডাঙ্গা ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গনে আগত আমন্ত্রিত অতিথিদের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছাসহ ব্যাজ পরিধান করেন। ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। প্রধান অতিথি এসময় বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর অবস্থাকে ঢেলে সাজানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। শিক্ষার আলোয় দেশের ছাত্র-ছাত্রীদের আলোকিত করতে হলে প্রতিষ্ঠান গুলোতে শুদ্ধ সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখতে হবে। স্মার্ট ফোন, মাদক, ইভটিজিং প্রভৃতি বিষয়গুলোতে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সর্বোচ্চ সচেতনা গড়ে তুলতে হবে। শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম জাহিদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজিবুল হক রাজন, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ। দুই দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র শিক্ষক আতিয়ার রহমান, জনিরুদ্দিন, আজমত আলী, ক্রীড়া শিক্ষক আজিজুর রহমান, ধর্মীয় শিক্ষক মাওলানা একরামুল হক, সহকারী শিক্ষিকা নাজিরা বেগম, ইয়াসমিন আরাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, শিক্ষানুরাগীসহ সকল শিক্ষার্থী।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.