আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের ঝন্টু ও সোনার বিরুদ্ধে দোকান ভাঙচুরসহ জবরদখলের অভিযোগ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের শহিদুল ইসলাম ঝন্টু ও আব্দুল মজিদ সোনা মিয়ার বিরুদ্ধে দোকান ভাঙচুরসহ বাড়ির পথের জমি তারকাঁটা দিয়ে ঘিরে জবরদখলের অভিযোগ উঠেছে। তাদের চাচাতো ভাই শামসুদ্দিন ও আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে ক্রয় ও বিনিময় সূত্রে ভোগদখল করে আসলেও গতকাল রোববার সকালের দিকে ওই সম্পত্তি জবরদখল করে নেয়। জানা গেছে, ভাংবাড়িয়া ঈদগা মোড়ের হেফাজ উদ্দিনের দুই ছেলে শামসুদ্দিন বিশ্বাস ও আবুল কালাম আজাদ ক্রয় ও বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তিতে পাঁচটা দোকানঘর করে ভোগদখল করে আসছিলেন। দোকানের পেছনেই তাদের দুই ভাইয়ের বাড়ি। দোকানের মাঝদিয়ে বাড়িতে যাওয়া আসার রাস্তা। শামসুদ্দিন বিশ্বাসের ছেলে ফজলে রাব্বি অভিযোগ করে জানান, চাচাতো চাচা মৃত আব্দুল হান্নানের ছেলে শহিদুল ইসলাম ঝন্টুর নিকট থেকে কবলা দলিলে এবং মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল মজিদ সোনা মিয়ার নিকট থেকে বিনিময় রেজিস্ট্রি করে নেন আমার বাবা ও চাচা। ওই জমিতে আমরা দোকানঘর করে ব্যবসা করে আসছি। গতকাল হঠাৎ আমার চাচাতো দুই চাচা ঝন্টু ও সোনা মিয়া লোকজন নিয়ে এসে আমাদের দুটি দোকান ভাঙচুর করে এবং বাড়ি যাওয়ার পথসহ ৫টি দোকান তারকাঁটা দিয়ে ঘিরে দেয়। আমাদের বাড়িতে যাওয়া আসার পথ বন্ধ করে দিয়েছে। এ সময় আমরা জানতে পারি আমার বাবা ও চাচার নিকট রেজিস্ট্রি করার আগেই চাচাতো দুই চাচা তাদের স্ত্রীদের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। তারা আমাদের সাথে প্রতারণা করেছেন। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More