আলমডাঙ্গার বলেশ্বরপুর বাজারে দোকান ভেঙে দেয়ার অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর বাজারের দুটি দোকানঘর ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত পরশু শনিবার বাজার উন্নয়নের নামে এস্কেভেটর (ভেকু) দিয়ে দোকান ভেঙে দেয়া হয়। বাজার কমিটি ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বলেশ্বরপুর গ্রামের মৃত নবাই মল্লিকের ছেলে আলতাফ হোসেন লিখিত অভিযোগে বলেন, আমার পৈতৃক সূত্রে পাওয়া বলেশ্বরপুর বাজারের ৪ শতক জমির ওপর নির্মিত দুটি দোকান বাজার উন্নয়নের নামে ভেঙে দেয়া হয়েছে। গত পরশু শনিবার দুপুর ১২টার দিকে দোকান দুটি সামনের অংশ ভেঙে সেখানে মাটি দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে। দোকান ভাঙার আগে আমাকে কোনো মৌখিক বা লিখিতভাবে জানানো হয়নি। আমার দোকান দুটি সম্পূর্ণ বেআইনিভাবে ভাঙা হয়েছে বলে তিনি বিচার দাবি করেন। এ ব্যাপারে জানতে চাইলে বাজার কমিটির সভাপতি জহুরুল ইসলামসহ স্থানীয় লোকজন বলেন, দোকান দুটি সরকারি জমির ওপর রয়েছে। তাকে মৌখিকভাবে বলা হলে তিনি সরকারি জমি থেকে দোকান সরাতে দুই দিন সময় চাই। ১৫দিন পার হয়ে গেলেও দোকান সরিয়ে নেননি। এ ব্যাপারে জানতে চাইলে আইলহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনাজ উদ্দিন দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, ইউনিয়ন পরিষদের অর্থায়নে বাজার উন্নয়নের কাজ করা হচ্ছে। যেখানে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক পরিদর্শন করেছেন। বলেশ্বরপুর বাজারে সরকারি জমির ওপর থেকে অবৈধ স্থাপনা সরিয়ে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। আলতাফ বিডিআরকে বারবার বলা সত্বেও সরকারি জমির ওপর থেকে দোকান সরিয়ে নেয়নি। তাই উচ্ছেদ করা হয়েছে। দোকান ভেঙে দেয়ার কথা সত্য নয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More