আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ বলিয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে ৩শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার নাগদাহ গ্রাম হতে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত দুজনের নিকট থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুরে এলাকার দমদমা গ্রামের হাসিবুল ইসলামের ছেলে আলমঙ্গীর হোসেন (৩৩) ও ভোলারদাড়ি গ্রামের মন্টু রহমানের ছেলে শিলন আলী (২৫)। আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই প্রদীপ বিশ্বাস সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় নাগদাহ গ্রামের মাদকদ্রব্য গাঁজা বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করে। পরে তাদের নিকট থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
ফিলিস্তিনে ইসরাইলী বর্বর গণহত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা-মেহেরপুরে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.