মুন্সিগঞ্জ প্রতিনিধি, মাথাভাঙ্গা অনলাইন: আলমডাঙ্গার পুটিমারির গাঁজা ব্যবসায়ী বকুল হোসেনকে এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো.লিটন আলী এ দণ্ড দেন। এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে বড় পুটিমারি দাড়ের মাঠের একটি পানবরজ থেকে গাঁজা গাছ ও গাঁজাসহ বকুলকে আটক করে পুলিশ।
জানা গেছে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের আইসি এসআই রকি মণ্ডল ও টুআইসি এএসআই ইলিয়াস হোসেন সঙ্গীয় ফোর্সসহ বড় পুটিমারি গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে বড় পুটিমারি গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে বকুল হোসেনকে (৪০) আটক করেন। এ সময় তার নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা ও নিজের পানবরজ থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বকুলকে মাদক আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী।