আলমডাঙ্গার পাইকপাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানি
ভ্রাম্যমাণ আদালতে যুবক বিপুলের ৬ মাসের কারাদণ্ড
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ৭ম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করার অপরাধে পাইকপাড়ার বিপুল হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি গ্রামের ৭ম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো পার্শ্ববর্তী পাইকপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে বিপুল হোসেন (২২)। ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকালেই স্কুল পড়–য়া ওই কিশোরী ঘোলদাড়ি বাজারে প্রাইভেট পড়তে যায়। প্রায় প্রাইভেট পড়তে যাওয়া আসা পথে উত্ত্যক্ত করতো বিপুল। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে স্কুল পড়ুয়া কিশোরী প্রাইভেট পড়তে যাওয়ার সময় বিপুল ঘোলদাড়ি শাহী মসজিদের নিকট দাঁড়িয়ে ছিলো। কিশোরীকে একা পেয়ে বিপুল তার হাত ধরে পাশের ভুট্টাক্ষেতে টেনে নিয়ে যায়। সেসময় নির্যাতিত কিশোরীর চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে বিপুল হোসেন পালিয়ে যায়। পরে নির্যাতিত কিশোরীর পিতা এ ঘটনা স্থানীয় ঘোলদাড়ি বাজার ফাঁড়ি পুলিশকে জানায়। সকালেই পুলিশ অভিযুক্ত বিপুলকে আটক করে।
এ সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল হোসেনকে ৬ মাসের কারাণ্ডাদদেশ প্রদান করেন।