মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার পুটিমারী গ্রামের ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী টিউবওয়েলের ভোট কিনতে গিয়ে নগদ টাকাসহ একজন আটক করা হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তোতা নামের এক ব্যক্তি নগদ টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে ধরা পড়েছেন। এলাকাবাসী তাকে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশের হাতে হস্তান্তর করেছে।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিঠুন দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে পুটিমারী গ্রামের বাদলের ছেলে তোতাকে নগদ ৫ হাজার ৫শ টাকাসহ আটক করা হয়। সে মেম্বার পদপ্রার্থী টিউবওয়েল মার্কা মেম্বার পদপ্রার্থী লিপনের পক্ষে ভোট চাওয়ার কথা ও ভোট কেনার কথা অকপটে স্বীকার করেছে। রাতেই তাকে আটক করে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ