আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার জামজামি সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এ আই ও দুই কনস্টেবলসহ ৪ জন রক্তাক্ত জখম হয়েছে। সড়কে শুকাতে দেওয়া পোয়ালের উপর দিয়ে দ্রুত্য গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এ বিপত্তি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
জানা যায়, ২৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গার জামজামি ফাঁড়ি পুলিশের এসআই মমরেজ, কনস্টেবল তরিকুল ও শাহীন মোটরসাইকের যোগে আলমডাঙ্গা থানায় যাচ্ছিলেন। পথিমধ্যে বিনোদপুরের ভেতর সড়কের উপর পোয়াল শোকাতে দেওয়া হয়েছে। ওই পোয়ালের উপর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলা পুলিশের মোটরসাইকেলের সাথে আলমডাঙ্গার দিক থেকে ছুটে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রক্তাক্ত জখম হয়েছেন এস আই মমরেজ, কনস্টেবল তরিকুল ও শাহীন, অপর মোটরসাইকেলের চালক ও সহযাত্রী জামজামির দুই জনি। তাদেরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে দ্রুত চুয়াডাঙ্গা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মুখোমুখি সংঘর্ষে দুটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে।