জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি বাজারে ভ্রাম্যমাণ আদালত আকস্মিক অভিযান চালিয়ে ৩ দোকানীকে জরিমানা করেছেন। আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে ব্যবসা করায় ৩ ব্যবসায়ীর কাছ থেকে এক হাজার পাঁচশ টাকা আদায় করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গার জামজামি বাজারের প্রয়াত স্বর্গীয় মহাদেব কুমার সাহার ছেলে উদয় কুমার সাহার সাহা ট্রেডার্স মুদি দোকানে গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে শ্রী উদয় সাহাকে নগদ ১ হাজার টাকা, ঘোষবিলা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে জামজামি ব্রিজমোড়ের ফল দোকানী রাশিদুলকে দ-বিধি ১৮০০ এর ২৬৯ নং ধারা লঙ্ঘনে আড়াইশ’ টাকা এবং ঘোষবিলা গ্রামের মানোয়ার হোসেনের ছেলে রুবেলকে একই ধারা লঙ্ঘনে আড়াইশ’ টাকা জরিমানা আদায় করা হয়। আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবির নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কুমার নদের তীরবর্তী সড়কের ধারে সরকারি জমিতে অবৈধ দোকান বসিয়ে ব্যবসা করায় কয়েকজনকে সর্তক করা হয়।
সহযোগিতায় ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু সালেহ ও আলমডাঙ্গার জামজামি ফাঁড়ি পুলিশের এসআই নূরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।