আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ জুয়াবিরোধী অভিযান পরিচালনা করে রেললাইনের ঢালে গোবিন্দপুর মাঠপাড়ার ব্যাধপল্লি থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে। গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশ দেবব্রত রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে নিয়ে আসে। রাতেই তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করেছে।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার রেলস্টেশনের ঢালে গোবিন্দপুর মাঠপাড়ার শ্রী শঙ্কর ব্যাধের ছেলে শ্রী প্রকাশ ব্যাধ তার নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলাচ্ছিলো। প্রকাশ ব্যাধ তার বাড়িতে জুয়া খেলায় বসিয়ে দিয়ে পুলিশ এলে যেনো সবাইকে জানাতে পারে সেজন্য রেল লাইনের ওপর পাহারায় থাকে। ২২ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোবিন্দপুর মাঠপাড়ায় রেল লাইনের ঢালে প্রকাশের বাড়িতে জুয়া খেলার আসর বসেছে। সংবাদ পেয়ে দ্রুত আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীরের নির্দেশে পুলিশ পরিদর্শক অপারেশন দেবব্রত রায়ের নেতৃত্বে এসআই তৌকির, এসআই সুফল কুমার ও এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গোবিন্দপুর মাঠপাড়ার শ্রী শঙ্কর ব্যাধের ছেলে শ্রী প্রকাশ কুমার ব্যাধ, একই পাড়ার শ্রী নিরঞ্জন ব্যাধের ছেলে শ্রী শিপন কুমার ব্যাধ, শ্রী গনেশ ব্যাধের ছেলে ইলিয়াস কাঞ্চন ওরফে কাঞ্চন ব্যাধ, শ্রী জটো ব্যাধের ছেলে শ্রী রশিদ কুমার ব্যাধ, শ্রী গোপাল ব্যাধের ছেলে সাগর ব্যাধ, বাবুপাড়ার তানজিল হোসেনের ছেলে আইয়ুব হোসেন ও একই পাড়ার মৃত মওলা বক্সের ছেলে জাহাঙ্গীর হোসেনকে জুয়া খেলা অবস্থায় আটক করে। আটকের সময় তাদের জুয়ার বোর্ড থেকে ২ হাজার ৮শ ৫০ টাকাসহ জুয়া খেলার সরাঞ্জম উদ্ধার করা হয়। রাতেই তাদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন দেবব্রত রায় বলেন, রেলস্টেশনের ঢালে গোবিন্দপুর মাঠপাড়ায় জুয়া খেলা হচ্ছে এমন সংবাদ পেয়ে দ্রুত অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের ৮ জনকে আটক করা হয়। তাদের জুয়ার আসর থেকে ২ হাজার ৮শ ৫০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আমাদের চার পাশে প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনা গুলো সত্যতার সাথে প্রচারের একমাত্র মাধ্যম বলে আমি মনে করি