স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাসিবুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে …… রাজেউন) গত রোববার রাত সাড়ে ১১টার দিকে স্ট্রোকজনিত কারণে নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। গতকাল সোমবার দুপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। অধ্যক্ষ মো. হাসিবুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, খাসকররা পূর্বপাড়ার মৃত শামসুল হুদা বিশ্বাসের ছেলে মো. হাসিবুল ইসলাম খাসকররা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাকালীন থেকে মৃত্যুর আগ পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি হার্টের রোগে ভুগছিলেন। এর মধ্যে হার্টের রিংও পরানো হয়। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে স্ট্রোক আক্রান্ত হলে চিকিৎসকের কাছে নেয়ার আগেই তিনি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশীরাসহ শুভাকাক্সক্ষীরা রাতেই এক নজর দেখতে ভীড় জামায়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে শোক জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। সকাল থেকেই সহকর্মী শিক্ষার্থী ও আত্মীয়-স্বজনের আহাজারীতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। দুপুর ২টায় নিজ হাতে গড়া খাসকররা ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। অধ্যক্ষ মো. হাসিবুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন কলেজের শিক্ষক-কর্মচারীসহ পরিচালনা পর্ষদ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.