আলমডাঙ্গার কামালপুরে মহি উদ্দীন আহমেদ অ্যাকাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা প্রশাসক
শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতি সকল প্রকার সহযোগিতার হাত প্রসারিত থাকবে
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কামালপুরে অবস্থিত মহিউদ্দিন অ্যাকাডেমির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি শুক্রবার বেলা ৩টার দিকে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘আমি ভেবেছি, আমি যদি এখানে এসে একটু অনুপ্রেরণা দিতে পারি, আমি মনে করবো আমি একটা দায়িত্ব পালন করেছি। এখানে আসলাম উনাকে সাপোর্ট দিলাম, এতে যদি উনি উৎসাহিত হন। উনার প্রতিষ্ঠানটি এগিয়ে যাক, এতে উনি মনোবল পাবেন। উনি অন্তত এটুকু ভাববেন যে একটা মহান উদ্দেশ্যে নিয়ে কাজটা শুরু করেছেন, আমি তো সকলের সহযোগিতা পাচ্ছি। আমি শুধু এটা ভেবে এখানে এসেছি। আর যদি কোন অজুহাতে অথবা কোন ব্যস্ততার কারণে না আসতাম, তিনি হয়তো ভাবতেন যে, আমি পজেটিভ চিন্তা করলেও দেশতো আমাকে সামনে এগিয়ে দিচ্ছে না। প্রশাসন আসছে না, লোকজন আসছে না। আমি কীভাবে সামনে এগিয়ে যাব?’ তিনি বলেন, ‘একটা প্রতিষ্ঠান উনি করে দিতে পারবেন। কিন্ত ম্যানেজমেন্ট, পরিচালনা করে সামনের দিকে নিতে গেলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এই প্রতিষ্ঠানের মূল উপকারভোগী কিন্ত আপনারাই হবেন। এখানে এতোগুলো বাচ্চা যখন কোরআন তেলোয়াত করবে এর আওয়াজ কি আপনারা শুনবেন না? অবশ্যই শুনবেন। এর রহমতের ছোঁয়া কিন্ত আপনারা অবশ্যই পাবেন। শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতি সকল প্রকার সহযোগিতার হাত প্রসারিত থাকবে।’
মহিউদ্দিন অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা লন্ডনের চাটার্ড অ্যাকাউন্ট মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম সেবা), আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, চুয়াডাঙ্গার ফাস্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মজিদ বিশ্বাস, মহিউদ্দিন অ্যাকাডেমির সহ-সভাপতি জনির উদ্দিন, প্রিন্সিপাল রাকিবুল ইসলাম, অভিভাবক সদস্য হাজি আহম্মদ আলী প্রমুখ।
বিশেষ অতিথি পুলিশ সুপার গোলাম মওলা বলেন, ‘আমাদের নবীজিও পৃথিবীতে এসেছিলেন শিক্ষকরূপে। যা আমরা জানতাম না, তিনি জানিয়েছেন। এই প্রতিষ্ঠানের শিক্ষকরাও সম্মানিত। পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হবেন এখানকার শিক্ষার্থীরা। কোরআন বিজ্ঞানের আকর। কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। শিক্ষার মূল ধারায় মাদরাসা শিক্ষাকে যুক্ত করতে হবে। তাহলে উজ্জ্বল নক্ষত্রের মত তারা আমাদের সাহিত্য, বিজ্ঞান ধর্ম ও দর্শনে পৃথিবীকে লিড দিতে পারবে।’
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, ‘একটা প্রতিষ্ঠান তৈরি করা কঠিন। আশা করি এই প্রতিষ্ঠান সারাদেশে শিক্ষা বিস্তারে ভুমিকা রাখবে। প্রতিষ্ঠাতা দীর্ঘদিন বিদেশে থাকলেও তার দেশের প্রতি গভীর মমত্ববোধ সবাইকে অনুপ্রণিত করবে।’
সভাপতির বক্তব্যে মহি উদ্দীন আহমেদ বলেন, ‘এই প্রতিষ্ঠান আমার স্বপ্ন। আমার স্ত্রীরও। যা কিছু করছি তা আমার সামাজিক দায়িত্ব। শেষ দিন পর্যন্ত এই সামাজিক দায়িত্ব পালন করে যেতে চায়। সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষিত করে তোলার লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হচ্ছে। এটা লাভজনক প্রতিষ্ঠান নয়। এ প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান। আমাদের সকল ভালো উদ্যোগে প্রশাসনকে পাশে চায়। সকলকে উদাত্ত আহ্বান জানাব, শিক্ষকদের সহযোগিতা করতে।’
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের শিক্ষক মফিজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ সাইদুর রহমান, সিরাজুল ইসলাম, ব্যাংকার আব্দুল কুদ্দুস, আব্দুর রাজ্জাক, কালিমুল্লাহ মাস্টার, হাজি আহমেদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী হাজি হারুনার রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজি জনির উদ্দীন প্রমুখ। ওই অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৩১ জনকে পুরস্কৃত ও বার্ষিক ক্রীড়ায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.