স্টাফ রিপোর্টার: ম্যানেজিং কমিটির সদস্যরা জানেন না, অথচ কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ পরীক্ষা হয়ে গেলো। আলমডাঙ্গার এনায়েতপুর বাড়াদী আলহাজ মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি নিয়োগ বাণিজ্য করতেই গোপনে এ পরীক্ষা নিয়েছেন বলে কমিটির অন্যান্য সদস্য অভিযোগ করেছেন। মোটা অঙ্কের টাকার বিনিময়ে পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয়া হচ্ছে বলে তাদের অভিযোগ। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির কয়েকজন চুয়াডাঙ্গা-১ আসনের এমপিসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন।
এনায়েতপুর বাড়াদী আলহাজ মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য খোন্দকার মোস্তাক আহমেদ অভিযোগ করে বলেন, ‘বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য ম্যানেজিং কমিটির মিটিং ডাকা হয়। রেজুলেশনে আমরা স্বাক্ষর করি। সেই মোতাবেক গত ১৭ সেপ্টেম্বর দৈনিক মাথাভাঙ্গাসহ অন্য একটি পত্রিকায় আবশ্যক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু পরবর্তীতে বাছাই প্রক্রিয়া বা নিয়োগ কমিটি গঠনকল্পে কোনো মিটিং বা রেজুলেশনে আমাদের স্বাক্ষর নেয়া হয়নি এমনকি মিটিংও করা হয়নি।’ অভিযোগকারী খোন্দকার মোস্তাক আহমেদ আরও অভিযোগ করেন, ‘শুধু আমি একা নই, অভিভাবক সদস্য ইকরামুল হক, ইলিয়াস হোসেন, রেজাউল হক, ফজিলা খাতুন, প্রতিষ্ঠাতা সদস্য মীর মহিউদ্দিন, দাতা সদস্য মীর ইসমাইল হোসেন এবং শিক্ষক প্রতিনিধি হালিমা খাতুনও এ বিষয়ে কিছুই জানেন না। আমাদেরকে পাশ কাটিয়ে মোটা অঙ্কের নিয়োগ বাণিজ্যের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউদ্দিন ও সভাপতি মো. হাসিবুল হক গোপনে কম্পিউটার ল্যাব অপারেটর পদে অযোগ্য লোক নিয়োগ দিচ্ছেন। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গার ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে এ নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। অবৈধপন্থায় নিয়োগ দেয়া নিয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এসব সদস্য। তারা বলেন, আমরা এ নিয়োগের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা ও চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের কাছে অভিযোগ করেছি।’ এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউদ্দিন সব অভিযোগ অস্বীকার করে মাথাভাঙ্গাকে বলেন, ‘ওসব সদস্যকে বাদ দিয়েও কোরাম পুজে গেছে। রেজুলেশন না করে কি নিয়োগ দেয়া যায়? এ নিয়োগে এমপি সাহেবের নির্দেশনা রয়েছে। যারা অভিযোগ করছেন তাদের সাথে বিদ্যালয়ের বর্তমান সভাপতি হাসিবুল হকের রাজনৈতিক মতবিরোধ আছে। এ কারণেই তারা অহেতুক অভিযোগ করছেন।’
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ