স্টাফ রিপের্টার: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা আসমানখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আসমানখালী বাজারে পান ও পাটকাটির হাটে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী কর্মকর্তা রফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ করে আগুনের কুন্ডলি দেখা যায়। সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাটকাটির বাজারে। বাজারের বিভিন্ন জায়গাজুড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। চুয়াডাঙ্গা ফায়ার ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী কর্মকর্তা রফিকুজ্জামান জানান, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার দু’টি করে মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। গাড়ি ও ১০টি পাম্প দিয়ে পানি নিয়ে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে পাটকাটির গাদা থেকে আগুনের সূত্রপাত। দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে লোকালয়, পান বরজ, ও আসে পাশের বাড়ি ঘর আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.