মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আলমসাধু চালক নিহত হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর মাঠপাড়ার জাহের আলীর ছেলে আলমসাধু চালক তরিকুল (২২) ভোরে ফলের ভাড়া মারার জন্য চুয়াডাঙ্গার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ভোর সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা প্রধান সড়কের বন্ডবীল আসলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা ট্রাক তরিকুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। সে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাকটি আটকের সর্বাত্মক চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানায়।
বিস্তারিত আসছে………………….