স্টাফ রিপোর্টার: অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণ করার অপরাধে মেসার্স আরিফ ফুড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে বেকারি মুদি দোকানসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করার সময় এ জরিমানা করা হয়। অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, মেসার্স আরিফ ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানে তদারকিতে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণ করা এবং লাইসেন্স না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয় এবং দ্রুত লাইসেন্স গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব সদস্য এবং জেলা পুলিশের একটি টিম।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.