আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া খাঁজা পারেশ সাহেবের ঈদগা ময়দানের সামনে থেকে-মীরপাড়া চৌরাস্তা পর্যন্ত পাঁকা সড়ক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে নাম ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। যার প্রকল্পিত ব্যায় ধরা হয়েছে ৫৯ লাখ ২১ হাজার ২৮৪ টাকা। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে বলেছিলেন ‘গ্রাম হবে শহর এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করার লক্ষ্যে আজ আন্দুলবাড়িয়া ইউনিয়নের সকল রাস্তা পাঁকাকরণ করা হলো। আর কোনো রাস্তা কাচা নেই। আমরা যা প্রতিশ্রুতি দিই তা বাস্তবায়ন করে দেখিয়ে দিই। তিনি আরও বলেন, আপনারা কাজ ঠিকাদারের নিকট বুঝে নেবেন। কোনো অনিয়ম হলে তা বরদাস্ত করা হবে না। এ সময় জীবননগর উপজেলা আ.লীগের সভাপতি অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মুন্সি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, উথলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, জীবননগর উপজেলা উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, ঠিকাদার হাজি হায়দার আলী, মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম আশরাফুল ইসলাম টিপু, আ.লীগ নেতা সেকেন্দার আলী, আব্দুল কুদ্দুস, পিএস শাখাওয়াত হোসেন সুমন, এপিএস আব্দুস সালাম ভুট্ট, শেখ মইদুল ইসলাম, হাজি আব্দুল খালেক, সাদ আহম্মদ মেম্বর, খান তারিক মাহমুদ, হাফিজুর রহমান, শেখ সামাদুল ইসলাম, যুবলীগনেতা শেখ বিল্লাল হোসেন, জামিরুল খান, আশরাফুল ইসলাম, বাহা উদ্দিন মেম্বার, শামসুজ্জোহা, শাহাপুর ক্যাম্পের টুআইসি এএসআই আব্দুল হাই ও বিজয় হালদার প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন আন্দুলবাড়িয়া আশরাফিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. সাইফুজ্জামান। এছাড়াও সংসদ সদস্য হাজি আলী আজগার টগর রায়পুর ইউনিয়নের বালুহুদা- পশ্চিম বাড়ান্দি, মারুফদহ-ঢোলমারী ও বাঁকা ইউনিয়নের বাঁকা-কাটাপোল সড়ক প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।