স্টাফ রিপোর্টার: বেশ কিছুদিন পর বৃহস্পতিবার চুয়াডাঙ্গাসহ পাশর্^বর্তি এলাকার আকাশ ছিলো মেঘলা। আবহাওয়া অধিদফতর সামান্য বৃষ্টি রেকর্ড করেছে। তাপমাত্রাও হ্রাস িেপয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার রাঙ্গামাটি ও ফেনীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। সর্বনি¤œ তাপমাত্রা ছিলো ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ফরিদপুরে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মাঠভরা পাকা ধান। সবে কাটতে শুরু করেছে। এ অবস্থায় কালবৈশাখাী কিম্বা টর্নেডো হলে বড় ধরণের ক্ষতি হবে। এ আশঙ্কায় অনিশ্চয়তার প্রহর গুণছেন এলাকার ধানচাষিরা। অপরদিকে বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গাসহ দেশের অধিকাংশ এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া দাবদাহে আমের ফলন বিপর্যয় দেখা দিয়েছে। গরমে অতিষ্ঠ হয়ে ওঠা প্রাণীকূল গত পরশু রাত থেকে গতকাল অনেকটা স্বস্তিতে কাটিয়েছে। এ অবস্থায় আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসলংগ্ন এলাকায় অবস্থান করছে। যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়দায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা অনেকটা অপরিবর্তিত থাকতে পারে। ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টি বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে। ৫ দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। দেশের সর্বনি¤œ তাপমাত্রা বৃহস্পতিবার রাজশাহীর তাড়াশে ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
পূর্ববর্তী পোস্ট
সেই সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুরকে বরিশালে বদলি
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ