চুয়াডাঙ্গায় নবনির্বাচিত চেয়ারম্যানের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিককে শপথ পাঠ করিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ শপথ পাঠ করানো হয়। ইউপি চেয়ারম্যানের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান নব-নির্বাচিত চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন, আপনি আজ নির্বাচিত হয়ে এসেছেন ওই ইউনিয়েনর বেশীর ভাগ জনগণের ভোটে। তবে বেশীরভাগ জনগণ মানেই শতভাগ জনগণ আপনাকে ভোট দেয়নি। কিন্তু নির্বাচিত হওয়ার পর আপনি ওই ইউনিয়নের শতভাগ জনগণের চেয়ারম্যান। তাই সকলকেই আপনার নিরপেক্ষভাবে সেবা দিতে হবে। কারণ আপনি জনগণের সেবক। জনগণের সেবা প্রদানই আপনার মূল উদ্দেশ্য। জনগণের প্রতি আপনার দায়িত্ব অনেক। আপনার ওপর অর্পিত দায়িত্ব ও শপথ অনুযায়ী যথাযথভাবে জাতির সেবায় নিবেদিত হতে হবে। আপনার নিজ এলাকায় উন্নয়ন কাজ যথাযথভাবে হচ্ছে কিনা, সেদিকে খেয়াল রাখবেন। কী কী করলে আরো উন্নয়ন করা যায় সেদিকেও খেয়াল রাখবেন। আপনার যেমন অনেক কাজ, তেমনি অনেক বাধা, চড়াই-উৎরায় পার হয়ে উন্নয়নের মহাসোপানে পা রাখতে হবে। কারণ তৃণমুলের উন্নয়ন হলেই দেশের সার্বিক উন্নয়ন হবে।
চেয়ারম্যানের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমীন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, গড়াইটুপি ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, তিতুদহ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শুকুর আলী, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান বিশ্বাস, জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, তেতুল শেখ কলেজের সভাপতি আব্দুল্লাহ শেখ প্রমুখ। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপর ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।