চুয়াডাঙ্গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার
স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ উদ্বোধন করা হয়েছে। ‘প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি’ এই সেøাগান কে সামনে রেখে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে তিনদিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় আমরা সবার আগে ফায়ার সার্ভিস কর্মীদের পেয়ে থাকি। শুধু অগ্নিকা-ে নয়, যেকোনো সড়ক দুর্ঘটনা, পানিপথে দুর্ঘটনা, বর্ষা জলোচ্ছাস এবং যে কোন দুর্ঘটনার খবর পেয়ে সবসময় সবার আগে ফায়ার সার্ভিস কর্মীরা এগিয়ে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের প্রতি আহ্বান করে জেলা প্রশাসক বলেন, আপনারা খবর পাওয়া মাত্র কালক্ষেপণ না করে তড়িৎ পদক্ষেপ নেবেন। আপনাদের তড়িৎ পদক্ষেপে অনেকের জানমাল ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। ফলে প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে দক্ষ ও যোগ্য করে তুলতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম, স্টেশন অফিসার আতিকুর রহমান, সাব অফিসার আলমগীর হোসেন, লিডার আক্কাস আলী, আমিনুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর যান্ত্রিক শোভাযাত্রা বের হয়। তথ্য অফিসের সহযোগিতায় অগ্নিকা- প্রতিরোধে ভ্রাম্যমাণ মাইকে প্রচারাভিযান চালানো হয়। বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার অগ্নি প্রতিরোধ ব্যবস্থা পরিদর্শন ও পরামর্শ প্রদান এবং লিফলেট বিতরণ করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ উপলক্ষে আজ শুক্রবার তথ্য অফিসের সহযোগিতায় অগ্নিকা- প্রতিরোধে গুরুত্বপূর্ণ হাটবাজারে ভ্রাম্যমাণ মাইকে প্রচারাভিযান, গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান, বহুতল ভবন, ঝুঁকিপূর্ণ স্থাপনা ও হাটবাজার পরিদর্শন ও পরামর্শ প্রদান। অগ্নিকা- প্রতিরোধে গুরুত্বপূর্ণ হাটবাজার ও শিল্প প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, অগ্নি প্রতিরোধ সম্পর্কে আঞ্চলিক ও স্থানীয় পত্রিকায় এবং অনলাইনে সংবাদ ও নিবন্ধ প্রকাশ। গুরুত্বপূর্ণ কমিউনিটি সেন্টার, হাসপাতাল, ক্লিনিক ও কল-কারখানায় অগ্নিনির্বাপণী সাজ-সরঞ্জাম পরিদর্শন ও পরামর্শদান। আগামীকাল শনিবার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন, আলোচনা ও পরামর্শ প্রদান। শিল্প প্রতিষ্ঠান, শপিংমল, সিনেমাহল, কেমিকেল গোডাউন পরিদর্শন করে রক্ষিত অগ্নিনির্বাপণী সাজ সরঞ্জামাদি পরিদর্শন ও পরামর্শ প্রদান। পুলিশ, র্যাব, আর্মি, বিজিবির গুরুত্বপূর্ণ স্থাপনা ও অস্ত্রাগারের অগ্নি প্রতিরোধ ব্যবস্থা পরিদর্শন ও পরামর্শ প্রদান করা হবে। কর্মসূচিগুলো চুয়াডাঙ্গা, জীবননগর, আলমডাঙ্গা ও দর্শনা ফায়ার সার্ভিস স্টেশনে পালিত হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চুয়াডাঙ্গা থেকে দেয়া চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কার্যক্রমের মধ্যে রয়েছে- চুলার আগুনে ৫০টি এবং বৈদ্যুতিক গোলযোগে ৪০টিসহ মোট অগ্নিকা-ের সংখ্যা ১৬৫টি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬১ লাখ ১৬ হাজার টাকা। উদ্ধারের পরিমাণ ২ কোটি ২৭ লাখ ৯০ হাজার টাকা। এ সময়ে মোট ১২৯টি দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে। ৩টি নৌ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ৪২ পুরুষ ও ২৫ নারীসহ মোট ৬৭টি অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়েছে। এতে ২৪ হাজার ৮১০ টাকা আয় হয়েছে। এছাড়া ৩০৫ জনকে প্রশিক্ষণ প্রদান, ৩৬টি প্রতিষ্ঠান পরিদর্শন এবং ৪৯টি মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অগ্নিনির্বাপণ, যে কোনো দুর্যোগে উদ্ধার কার্যক্রম পরিচালনা, উদ্ধারকৃতকদের প্রাথমিক চিকিৎসা ও প্রশিক্ষণ প্রদান করে থাকে।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, নানা কর্মসূচির মধ্যদিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ পালন করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকালে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শাহজাাহান আলীর সভাপতিত্বে ফায়ার সপ্তাহ-২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি। এছাড়াও উপস্থিত ছিলেন রিডার নাছির উদ্দিন, আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত জনসেবাই ফায়ার সার্ভিসের কাজ ও অগ্রণী ভূমিকার কার্যকরী ভূমিকা তুলে ধরেন। এরপর আলমডাঙ্গা শহরে ফায়ার সার্ভিসের গাড়ির শোভা যাত্রা করে।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বেলুন উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের উদ্বোধন করেন। এর আগে জেলা প্রশাসক সেখানে পৌঁছুলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। জেলা প্রশাসক জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সালাম গ্রহণ করেন। পরে সেখানে বেলুন উড়ানো হয। এর আগে প্রতিকী অগ্নিনির্বাপণের উদ্বোধন করা। মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শারফুল আহসান ভূঁইয়া, স্টেশন অফিসার অমিও কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপ-সহকারী পরিচালক শরিফুল আহসান ভূঁইয়ার নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়িগুলো সাইরেন বাজিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কালীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের কালীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কার্যালয়ে এক মহড়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্না রানী সাহা। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি কর্তৃক জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের প্রধান পতাকা উত্তোলনের পর স্টেশন টিমের সদস্যগণ অতিথিকে ছালাম জানান। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনাসভাতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও স্টেশনের লিডার রবিউল ইসলাম।