আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন চুয়াডাঙ্গা জেলার কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে আইজিপির পক্ষ থেকে সম্মাননায় ভূষিত হয়েছেন। কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হন। গতকাল শনিবার সকালে জেলা পুলিশ লাইনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা পুলিশ সুপার সম্মাননা ক্রেস্ট কামাল হোসেনের হাতে তুলে দেন।
কামাল হোসেন আলমডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর কোষাধ্যক্ষ ও আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার সকালে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য কামাল হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ক্রেস্ট প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনের উপস্থিতিতে জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, ডিআইও-১ মো. জিহাদ হোসেন, ডিআইও-২ মো. সাইফুল হোসেন, চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান, পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পূর্বে এক বর্ণাঢ্য র্যালি চুয়াডাঙ্গা শহর প্রদক্ষিণ করে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.