অ্যাড. মমতাজ খাতুনের স্মরণে চুয়াডাঙ্গায় কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জজ কোর্টের আইনজীবী অ্যাড. মমতাজ খাতুনের স্মরণে কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে কোর্ট রেফারেন্স ও পরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে জেলা ও দায়রা আকবর আলী শেখের সভাপতিত্বে কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহসান আলীর সঞ্চালনায় কোর্ট রেফারেন্সে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাড. মাহতাব হোসেন। অ্যাড. মমতাজ খাতুনের জীবন-বৃত্তান্ত পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামিম রেজা ডালিম। অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ মরহুম মমতাজ খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। মরহুমের পরিবারে সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব অ্যাড. মোসলেম উদ্দিন। এরপর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অ্যাড. মমতাজ খাতুনের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামিম রেজা ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় সিনিয়র আইনজীবী সেলিম উদ্দিন খান, এস এম আসাদুজ্জামান গণি সালাম, আকরাম হোসেন, এম এম শাহজাহান মুকুল, ওয়াহেদুজ্জামান বুলা, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, আব্দুল খালেক, আ স ম আব্দুর রউফ, বেলাল হোসেন, আকসিজুল ইসলাম রতন, মইন উদ্দিন মইনুল, মানি খন্দকার ও জিল্লুর রহমান জালাল আলোচনায় অংশ নেন। শোকসভার আলোচনাসভায় সহকর্মী আইনজীবীরা বলেন, মরহুম আইনজীবী মমতাজ খাতুন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আইনজীবী সমিতি তার পরিবরের সাথে আছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাকে যেন বেহেস্ত নসীব করেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সক্রিয় সদস্য ছিলেন।
প্রসঙ্গত: চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড়ের বঙ্গজপাড়ার বাসিন্দা অ্যাড. মমতাজ খাতুন ১৯৬৩ সালে ১১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮০ সালে এসএসসি, ১৯৮৪ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৬ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে স্নাতক পাশ করেন। এরপর বাংলাদেশ বার কাউন্সিল থেকে ১৯৯৬ সালের ৩১ আগস্ট এনরোলমেন্ট প্রাপ্ত হন এবং ২০০০ সালের ২ আগস্ট চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। গত বুধবার সন্ধ্যায় দৌলাতদিয়াড় নিজ বাসভববনে হ্নদরোগে আক্রান্ত হয়ে মমতাজ খাতুন ইন্তেকাল করেন এবং রাতেই পাশর্^বর্তী জামে মসজিদে জানাজার নামাজ শেষে দাফন করা হয়।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More