স্টাফ রিপোর্টার: সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স ও রিসো’র উদ্যোগে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা নিশ্চিতে করণীয় শীর্ষক আলোচনা সভা গতকাল বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। নাগরিক প্রতিনিধি ও চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার, চুয়াডাঙ্গা’র উপ-পরিচালক শারমিন আক্তার। অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য তুলে ধরে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। এরপর অনুষ্ঠানের সভাপতি ‘অসংক্রামক রোগ প্রতিরোধে নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ গ্রহণ ও বাজেট বরাদ্দের জন্য পৌরসভা বরাবর ১০ দফা লিখিত দাবি উপস্থাপন করেন এবং প্রধান অতিথির হাতে তুলে দেন। লিখিত ১০ দফা দাবির পাশাপাশি আরো বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিকগণ। এছাড়া উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিম।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.