অপসারণ করা হচ্ছে চুয়াডাঙ্গা শহরের দু’শ বছরের শিলকড়ুই গাছগুলো

 

স্টাফ রিপোর্টার: অপরাসরণ করা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা শহরের দুইশ বছরের পুরোনো কালের স্বাক্ষী শিলকড়ুই গাছগুলো। চুয়াডাঙ্গা রেলবাজারের প্রধান সড়কের ওপর দুটি ও দৌলতদিয়াড়ে সড়কের ওপরের দুটিসহ মোট ৪টি গাছ অপসারণ করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। তবে প্রাথমিকভাবে দুটি গাছের ওয়ার্ক ওর্ডার হয়েছে বলে জানাগেছে। তার মধ্যে চুয়াডাঙ্গা সড়ক জনপথ বিভাগের কার্যালয়ে একটি গাছের ওয়ার্ক ওর্ডারের কাগজ-পত্র এসেছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রোকৌশলী মুঞ্জুরুল করিম। কালের স্বাক্ষী চুয়াডাঙ্গা শহরের শিলকড়ুই গাছগুলো অবশেষে কেটেই ফেলা হচ্ছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে অবস্থিত গাছ দুটির একটি কাটা শুরু হয়। এ সময় দুর্ঘটনা এড়াতে সড়ক ও গাছের চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। চুয়াডাঙ্গার প্রধান রেলগেটের যানজট এড়াতে কিছুদিনের মধ্যে এ সড়কের ওপর দিয়ে ওভার ব্রিজ নির্মাণ কাজ শুরু হবে। যা একনেকে পাশ হয়েছে। সড়কের ওপর জনগণ ও যানচলাচলে ঝুঁকিপূর্ণ হওয়ায় গাছগুলো অপসারণের তাগিদ আসে দীর্ঘদিন ধরে। শেষমেশ সরকারি নিয়ম অনুযায়ী টে-ার হয়ে গাছগুলো অপসারণ করা হচ্ছে। কেউ কেউ বলছেন প্রায় গাছগুলোর বয়স ১০০ বছরের অধিক। তাদের দাবী ১৯৪৭ সালে (অবিভক্ত) দেশবিভাগের অনেক আগে গাছগুলো লাগানো হয়। যদি ১৯৪৭ সালেও গাছগুলো লাগানো হয়, সেই হিসেবেও গাছগুলোর বয়স ৭৫ বছরের বেশি হবে। আবার কেউ কেউ বলছেন গাছগুলোর বয়স ২০০ বছরের অধিক। তাদের দাবী ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় নাকি গাছগুলোর বয়স ছিল ৭০-৮০বছর। এটি গল্প করতে করতে বলেছিলেন চুয়াডাঙ্গা রেলপাড়ার প্রয়াত কৃতি ফুটবলার আশরাফ জোয়ার্দ্দার সাবু। তিনি যেহেতু এ পৃথীবিতে নেই। তাই এটি প্রমাণ করা দুরূহ।

উন্নয়নশীল বিশ্বে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গাছগুলো সড়ক থেকে সরানো একান্ত জরুরি। অপসারণের বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া বলেন, সড়ক জনপথ বিভাগ সরকারি নীতিমালা অনুযায়ী টেন্ডার করে গাছগুলো অপসারণ করা হচ্ছে। সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রোকৌশলী মুঞ্জুরুল করিম দৈনিক মাথাভাঙ্গাকে জানান, আমি জানতে পেরেছি চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকার প্রধান সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ঝুঁকিপূর্ণ দুটি গাছ অপসারণের ওয়ার্ক ওর্ডার হয়েছে। তবে একটি গাছের ওয়ার্ক ওর্ডারের কাগজ-পত্র আমার অফিসে পৌঁছেছে। গাছটি হলো চুয়াডাঙ্গা রেলবাজার এলাকার আলিয়া মাদরাসার গেট সংলগ্ন সড়কে অবস্থিত। ওয়ার্ক ওর্ডারটি পেয়েছে রংপুর জেলার মেসার্স এসএস এন্টারপ্রাইজ। ওয়ার্ক ওর্ডার অনুযায়ী গাছটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার টাকা। যা গতকাল সকাল থেকে অপসারণ (কাটা) শুরু হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More