চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে ইফতার ও দোয়া মাহফিল

চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: জেলা জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টি এ ইফতার ও দোয়ার আয়োজন করেন। জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. সোহরাব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাড. রবিউল ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন বিশ^াস খোকন, জীবননগর উপজেলা কমিটির সভাপতি (লে. অব.) মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মুছাফকাক্কা, আলমডাঙ্গা উপজেলা কমিটির সভাপতি জাহিদ হাসান রেন্টু, সম্পাদক আব্দুর রশিদ, দামুড়হুদা উপজেলা সভাপতি শহিদুল আলম, সম্পাদক জামাল উদ্দিন, সদর উপজেলা কমিটির সহ সভাপতি শরিফ উদ্দিন আহাম্মেদ, সম্পাদক শাওকাত হাসান, দর্শনা থানা কমিটির সভাপতি নুর জামাল, সম্পাদক হায়দার আলি বিশ^াস, আলমডাঙ্গা পৌর কমিটির সভাপতি আতিয়ার রহমান, সম্পাদক জয়নাল আবেদিন, চুয়াডাঙ্গা পৌর কমিটির সদস্য সচিব সেলিম উদ্দিন, জীবননগর পৌর কমিটির সম্পাদক আতিয়ার রহমান, জেলা আইনজীবী পার্টির সদস্য সচিব অ্যাড. মামুনার রশিদ, জেলা জাতীয় কৃষক পার্টির আহ্বায়ক গোলাম মোস্তফা জো. আলো, সদস্য সচিব আব্দুল লথিপ এলকেন, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মাহাবুল হোসেন, জেলা জাতীয় উলামা পার্টির সভাপতি জুলফিকার আলি কলি, জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক হিরক মিয়া, সদস্য সচিব আকাশ চৌধুরি, জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি নাজনিন নাহার গিনি।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ডিঙ্গেদহ মাদরাসা মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য লিটন শেখ ওরফে টিটন মেম্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য আব্দুর জব্বার সোনা, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, আবু বক্কর সিদ্দিক, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, যুগ্মসম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক, সহসাংগঠনিক সম্পাদক মিনারুল হক, চুয়াডাঙ্গা জেলা কৃষকদলের সভাপতি তবারক আলী, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহামুদুল হক পল্টু, সাংগঠনিক সম্পাদক সোহেল আহম্মেদ মালিক সুজন, হাসিবুল ইসলাম পলাশ, খাইরুল ইসলাম, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারোয়ার হিমু, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান কাজল, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মাস্টার, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর গনি সামদানি, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্মসম্পাদক রুহুল কুদ্দুস পচা, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলী বিশ^াস, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম জজ, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ টোকন মিয়া, সহকোষাধ্যক্ষ আল ইমরান, আক্কাচ আলী, আব্দুল হাই, আলমগীর হোসেন, তাজুল ইসলাম তাজু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক জুয়েল মাহমুদ, আমানুল্লাহ আমান, আহাদ আল রাজ, চুয়াডাঙ্গ সদর উপজেলা ছাত্রদের সদস্য সচিব মাহাবুবুর রহমান, চুয়াডাঙ্গা পৌর আহবায়ক কৌশিক আহম্মেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদি, শঙ্করচন্দ্র ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন, ২নং সভাপতি সুলভ মিয়া, ৪নং সভাপতি মহিদুল ইসলাম, ৫নং সভাপতি আবেদ আলী সুন্নত, ৬নং ওয়ার্ড সভাপতি ওহাব আলী, সম্পাদক শফি উদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি এনায়েত উল্লাহ, ৮নং ওয়ার্ড সভাপতি বাকু মিয়া, ৯নং সভাপতি আবু মুছা সম্পাদক হোসেন আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ আবু সুফিয়ান।

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলন গড়াইটুপি ইউনিয়ন শাখার উদ্যেগে ইফতার মাহফিল

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আছর গড়াইটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন গড়াইটুপি ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুহা. হাসানুজ্জামান সজীব। বিশেষ অতিথি ছিলেন গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফারুক হোসেন ও সদস্য মুফতি আব্দুস সালাম। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা সদর থানা শাখার সেক্রেটারি মুহাম্মদ আজিজুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম রোকন, ইউপি সদস্য হাফিজুর রহমান, ফারুক হোসেন চাঁন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মীর শফিউল ইসলাম।

চুয়াডাঙ্গা মাখালডাঙ্গায় রাজ্জাক খানের উদ্যোগে ইফতার ও মুসল্লিদের মাঝে পানি বিতরণ

স্টাফ রিপোর্টার: মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম.এ রাজ্জাক খান রাজের উদ্যোগে নব্য গঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরিব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এছাড়া গতকাল থেকে শহরের বিভিন্ন মসজিদে তারাবির নামাযের সময় মুসল্লিদের মাঝে পানি বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জীবন আহমেদ শামীম, প্রিন্স, সোহাগ মন্ডল, রতন, সেলিম, শুভ প্রমুখ। এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মাসব্যাপী রোগী ও স্বজনদের মাঝে ফ্রি ইফতার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সদর হাসপাতালে উপস্থিত ছিলেন ফয়সাল বিশ্বাস অন্তর, হিরক ফয়সাল, সুমন, প্রিন্স, রকি, সেলিম, মামুন ও শিমুল প্রমুখ।

পল্লী বিদ্যুৎ সমিতির হাটবোয়ালিয়া সাব জোনাল অফিসের ইফতার মাহফিল 

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় অবস্থিত মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির হাটবোয়ালিয়া সাব জোনাল অফিসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে হাটবোয়ালিয়া সাব জোনাল অফিসের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু রায়হান, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি তুষার আহম্মেদ, সচিব ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হাজি জিনারুল ইসলাম বিশ্বাস, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক রেজাউল করিম, ফয়জুল্লাহ হক, শফিকুল আজম, শহিদুজ্জামান, রিয়াজ উদ্দিন আহমেদ, এজি এম (এইচ আর) জাকির হোসেন, আবু হানিফ, শহিদুল ইসলাম (এল টি), সোহানুর রহমান, সহকারী ইঞ্জিনিয়ার আরজ আলী, মিরাজুল ইসলাম, ইমরান হোসেন প্রমুখ।

দর্শনা কেরুজ সবুজ সংগঠনের দোয়া ও ইফতার

দর্শনা অফিস: কেরুজ সকল প্রয়াত শ্রমিক ও কর্মচারীর রুহের মাগফেরাত কামনায় সবুজ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কেরুজ ক্যাম্পাসে অবস্থিত সবুজ সংগঠনের নিজস্ব কার্যলয়ে প্রয়াত শ্রমিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সবুজ সংগঠনের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রয়াত শ্রমিক রাশেদ ইকবাল শিপলুসহ কেরুর সকল প্রয়াত শ্রমিক-কর্মচারীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত থেকে আলোচনা করেন সবুজ সংগঠনের কর্ণধার কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি-১ মফিজুল ইসলাম, সহ-সভাপতি ২ রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক সালাহউদ্দিন সনেট, অর্থ সম্পাদক আবু সাইদ, সিডিএ মেম্বর হারিজুল ইসলাম, সদস্য নুরুল ইসলাম, মাজেদুল ইসলাম ডাবলু, সাহেব আলী শিকদার, আজাদুল ইসলাম আজাদ, বাবর আলী, সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, মনু মেম্বার, কুষ্টিয়া সুগার মিলের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম, সাবেক সভাপতি আজিজুল হক। আরও উপস্থিত ছিলেন মানিক মিয়া, সাবেক জয়েন্ট সেক্রেটারি ইসমাইল ড্রাইভার, আসান, বাবু, ফিরোজ, সাবান, গোলাম মোস্তফা বাবু (সিডিএ), রবিউল ইসলাম সুমন প্রমুখ। দোয়া পরিচালনা করেন দর্শনা কেরুজ জামে মসজিদের পেশ ইমাম শামসুজ্জোহা। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বা¡বধায়নে ছিলেন রাসেল উদ্দিন টগর।

পথচারীদের মাঝে মেহেরপুর জেলা ইমাম সমিতির ইফতার বিতরণ

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ইমাম সমিতির উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদের সামনে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি ও হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ উদ্দিন উপস্থিত থেকে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More