দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা সদরের পুরাতন বাজারপাড়ার ইউসুফ আলী মাস্টারের বাড়ির সামনের কালভার্টের স্লাব ভেঙে যায় বেশ কিছুদিন আগে। বিষয়টি নিয়ে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় জনদুর্ভোগ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদটি দৃষ্টিগোচর হয় দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলীর। তিনি বিষয়টি দ্রুত সমাধান করে ইউনিয়নের জনগণের জনদুর্ভোগ লাঘবের ব্যবস্থা করেন। কালভার্টের স্লাব মেরামতের দায়িত্ব দেন দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস হোসেন, আব্দুল খালেক ও জুয়েলকে। গতকাল রোববার বিকেলে চেয়ারম্যান হযরত আলীর নির্দেশনায় কালভার্টের ভেঙে যাওয়া স্লাবটি মেরামত করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার শেষের পাতায় দামুড়হুদায় কালভার্টের স্লাব ভেঙে যাওয়ায় যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কা শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।