হাসাদাহ প্রতিনিধি: জীবননগর সদ্যঘোষিত হাসাদাহ ইউনিয়ন যুবদলের কমিটিতে নাম প্রকাশ হওয়ায় সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা নাছরুল ইসলাম, হাসান, মনিরুল ইসলাম, জাহিদ, জুয়েল রানা ও শাওন মিয়া। গতকাল বুধবার বেলা ৫টার দিকে হাসাদাহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা বলেন, জীবননগর থানা যুবদল থেকে বহিষ্কৃত যুবদল নেতা জাকির আহাম্মেদ শামিম ও নিজে দল থেকে অব্যাহতি নেয়া যুবদল নেতা কামরুল ইসলাম সম্প্রতি হাসাদাহ ইউনিয়নে যুবদল কমিটি ঘোষণা করেছেন। তাতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদের স্বাক্ষর জাল করা হয়েছে। আমরা ওই কমিটি থেকে আমাদের নাম বাতিল চেয়ে এবং থানা যুবদল আহবায়ক মঈন আহাম্মেদ মঈনের কমিটিতে অর্ন্তভুক্ত হওয়ার জন্য এ সংবাদ সম্মেলন করছি। এ সময় আরও উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন যুবদলের সকল নেতাকর্মী।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ