সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ইসলামী সমাজ কল্যাণের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১০টায় সরোজগঞ্জ বাজারের মসজিদ মার্কটের সামনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ‘মানবতার সেবা রক্ত দিতে এগিয়ে আসুন’ সেøাগানে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধন করেন সরোজগঞ্জ ইসলামী সমাজ কল্যাণের সভাপতি মাসুম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন হিম আজিজুর রহমান, মাসুদ হোসেন, ইমন হোসেন, আব্দুল আজিজ, মনিরুল ইসলাম, সজিব হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন বিআর (প্রা.) হাসপাতালের পরিচালক হুমাউন কবির। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাকিব ইসলাম।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ