দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে পুলিশ গাঁজাসহ গ্রেফতার করেছে অভিযুক্ত এক মাদককারবারিকে। তার বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলের নির্দেশে এসআই মাহমুদুল ইসলাম, এএসআই মারুফ ও রওশন আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দামুড়হুদার কুড়–লগাছি ইউনিয়নের কুড়–লগাছি কবরস্থানপাড়ায়। পুলিশ কবরস্থান সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে গ্রেফতার করে একই ইউনিয়নের চাকুলিয়া স্কুলপাড়ার মন্টু বিশ্বাসের ছেলে তাহাজুল ইসলামকে (২৩)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গ্রেফতারকৃত তাহাজুলের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মাহমুদুল ইসলাম বাদী হয়ে ওই রাতেই দর্শনা থানায় গ্রেফতারকৃত তাহাজুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ