বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ফ্রি ফায়ার গেমে আসক্ত এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে। কিশোর অন্তর হাসান রাকিব সদর উপজেলার কুন্দিপুর গ্রামের আয়ুব আলীর ছেলে। সে এবারের এসসসি পরীক্ষার্থী ছিলো। গভীর রাতে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতে নিষেধ করায় সে কীটনাশক পানে আত্মহত্যা করে। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে লাশের দাফনকাজ সম্পন্ন করা হয়েছে।
অন্তর হাসানের (১৬) পিতা আয়ুব আলী জানান, স্কুলের ভোকেশনাল বিভাগের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো অন্তর। সে ইদানিং মোবাইলফোনে বেশিরভাগ সময়ই ফ্রি ফায়ার নামক গেম খেলতো। শনিবার রাত ১২টা পর্যন্তও সে বাড়ি না ফিরলে তাকে খোঁজ করি। দেখি সে বাড়ির নিকটবর্তী মোড়ে বসে বসে মোবাইলফোনে ফ্রি ফায়ার গেম খেলছে। এ সময় আমি একটু বকাঝকা করি এবং তার হাত থেকে মোবাইলফোনটি কেড়ে নিয়ে তাকে বাড়িতে ফিরতে বলি। পরে সে বাড়ি ফিরে রাত ১টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে অন্তর মারা যায়।’
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, ‘কোনো অভিযোগ না থাকায় দুপুরে অন্তরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্তরের মৃত্যুতে পরিবারসহ সহপাঠীদের মাঝে নেমে আসে শোকের ছায়া। গতকালই দুপুর আড়াইটার দিকে নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়। অন্তর দু’ভাই এক বোনের মধ্যে দ্বিতীয়। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ