মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় শিশু ও নারীসহ ১৪ জনকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ভোরে অবৈধভাবে সীমন্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় তাদের আটক করে ৫৮ বিজিবি।
বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনস্ত মাটিলা, সামন্তা ও শ্যামকুড় বিওপির টহল দল অবৈধ পথে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো মাদারীপুর জেলার ডাসার থানার নবগ্রামের নিমাইগুপ্তের ছেলে নিরব গুপ্ত (২৪), নওগাঁ জেলার মহাদেবপুর সদর থানার আমিনুর রহমানের ছেলে রাজিউন (৩৩), যশোর জেলার অভয়নগর থানার রানাগাতি গ্রামের ইমান শেখের ছেলে বাকিবিল্লা (২৪) ও বাকিবিল্লার শিশু কন্যা মুনিয়া (৩), একই জেলার বাঘারপাড়া থানার আয়াপুর গ্রামের মৃত আব্দুল আলীর মেয়ে রেশমিন বেগম (৩৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার গুলশাখালী গ্রামের আজিজের মেয়ে নারগিছ (৩৮), একই জেলার মংলা থানার জয়মনি গ্রামের মৃত হামেজের ছেলে জামাল শেখ (৭০), জামালের স্ত্রী বিউটি (৩৪) ও তারপুত্র রবিউল শেখ (১৬), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার সুপ্তগ্রামের বিপুলের মেয়ে সোনিয়া (২২), গাজীপুর জেলার জয়দেবপুর থানার কলমেশ্বর গ্রামের লালু মিয়ার ছেলে রাসেল (২২), একই জেলার টংগী থানার এরশাদনগর গ্রামের নয়নের মেয়ে আয়শা আক্তার (৩২), বরিশাল জেলার গৌরনদী থানার বানিয়াচরা গ্রামের আক্কাচের ছেলে মহিউদ্দিন (২২), জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভুইডোবা গ্রামের রেজাউলের ছেলে রাজ্জাক (২৯)।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা করা হয়েছে। আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিবনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ