চুয়াডাঙ্গার বড়সলুয়ায় ভূমি ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান উদ্বোধনকালে জেলা প্রশাসক

আর্তমানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে

বেগমপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সুখি সমৃদ্ধি বাংলাদেশ গড়ার। প্রতিটি মানুষের খাদ্য, বস্ত্র ও বাসস্থান গড়ে তোলার লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণও করেছিলেন তিনি। কিন্তু কিছু কুচক্রিমহল জাতির জনকের সে স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। পিতার সে স্বপ্ন বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই যোগ্য উত্তসুরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথাগোঁজার ঠাঁই করতে দেশব্যাপী পাকাগৃহ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। শুধু সরকার নয় সমাজের বৃত্তবানদের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। দেশ গড়তে নিজের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়সলুয়া গ্রামে ভূমি ও গৃহহীন দৃষ্টি প্রতিবন্ধী জিয়াউর রহমানের পাকা ঘর প্রদান উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। তিনি আরও বলেন, ভিক্ষাবৃত্তি কোনো পেশা না। এসমস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলে তারাও একদিন সাবলম্বী হয়ে উঠবে। প্রথম দিকে প্রতিবন্ধী আকবার হোসেনের ছেলে জিয়াউর রহমানের পাশে যারা দাঁড়িয়ে ছিলো তাদেরকেউ ধন্যবাদ জানান প্রধান অতিথি। বাংলাদেশ খাদ্য মন্ত্রাণালয়ের উপ-সচিব ও তদুর্দ্ধপর্যায়ের কর্মকর্তাবৃন্দের অর্থায়নে ও সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা রাখেন তিতুদহ ইউপি প্রশাসক আব্দুল হান্নান, সাংবাদিক শাহ আলম সনি। আরও উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, তিতুদহ ইউপি সচিব জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আকছেদ আলী, আবুল কাশেম মাস্টার, আ.লীগ নেতা ফারুক হোসেন প্রমুখ। জিয়াউর রহমান শুধু ঘরই পাননি জীবন জীবিকার জন্য নগদ অর্থ একটি বাড়ি সংলগ্ন দোকান এবং দোকানের মালামালও পেয়েছেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More