চুয়াডাঙ্গা কোর্ট বিল্ডিং শাখা সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধনকালে জেলা প্রশাসক
সোনালী ব্যাংকের বুথ থেকে টাকা উঠালে নতুন টাকা পাওয়া যায়
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কোর্ট বিল্ডিং শাখা সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করেন। এ সময় দোয়া পরিচালনা করেন কোর্ট বিল্ডিং মসজিদের ইমাম কবির হোসেন।
চুয়াডাঙ্গা সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) খোন্দকার আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এটিএম বুথের উদ্বোধনীসভায় সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মনিরুজ্জামান সঞ্চালনা করেন। এ সময় সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মহিউদ্দিন আহমেদ, মো. শামসুজ্জামান, অফিসার ফজলুল হক, কোর্ট বিল্ডিং শাখার ম্যানেজার শামসুর রহমান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার আনোয়ার হোসেনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, সোনালী ব্যাংকসহ অন্যান্য তফশিলী ব্যাংকগুলোও বেসরকারি ব্যাংকের মতো সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করবে। পকেটে টাকা পয়সা নিয়ে নিরাপত্তারও সমস্যা আছে। যেকোনো জায়গায় ছিনতাই ও টাকা হারিয়ে যেতে পারে। দরকার কি? যেখানে ছোট একটি কার্ড নিয়ে ঘুরতে পারেন। ব্যাংকের যাতে সুবিধা হয় সেদিকটা দেখা হবে। সোনালী ব্যাংকের বুথ থেকে টাকা উঠালে নতুন টাকা পাওয়া যায়।
সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) খোন্দকার আব্দুস সালাম বলেন, সোনালী ব্যাংকের এটিএম বুথের কার্ডে বছরে মাত্র ৪০০ টাকা খরচ হয়। সপ্তাহের সাতদিনই ২৪ ঘণ্টা চালু থাকে। প্রতিদিন একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা উত্তোলন করতে পারবেন। অন্যান্য ব্যাংকের এটিএম কার্ড পাঞ্চ করালে শতকরা সাড়ে ১১ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ কাটা যাবে।
প্রসঙ্গত : সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখা ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়।