স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আড়াই শতক জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পীরপুরের একটি পক্ষ স্কুলের পেছেনের আড়াই শতক জমি অবৈধভাবে দখল করে মাটি ভরাট করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. জান্নাতুল ফেরদৌস সাংবাদিকদের বলেন, স্কুলের পেছনে আড়াই শতক জমি আছে। স্কুলের ওই জমি একটি পক্ষ জোরপূর্বক দখল করতে চাইছে। এতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা ও স্কুলের জমি রক্ষায় ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’ এলাকাবাসী এ নিয়ে সংঘর্ষের আশঙ্কা করছেন। জরুরি ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি দেখবে বলে তারা আশা করেন।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ