মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে গত ২দিনে অবৈধভাবে ভারতে গমনকালে শিশুসহ ১৪ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনস্ত কুসুমপুর বিওপির টহলদল অভিযান চালিয়ে উপজেলার সোনাগাড়ি মোড় থেকে ৪জন শিশু, ২জন নারী ও ২জন পুরুষকে আটক করে। অন্যদিকে সামন্তা বিওপির টহলদল উপজেলার সামন্তা বাজার থেকে ২জন পুরুষকে আটক করে। অপরদিকে পলিয়ানপুর বিওপি অভিযান চালিয়ে উপজেলার মাতলার আইট মাঠের ভেতর থেকে ৪ জন পুরুষকে আটক করে। আটককৃতরা জানায়, তাদের বাড়ি গোপালগঞ্জ জেলায়। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে আসামিদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গার আরও ১৭ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে প্রেরণ
এছাড়া, আরও পড়ুনঃ