মেহেরপুর অফিস: সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা করার অভিযোগ প্রমাণ হওয়ায় বগা নামের এক ব্যক্তিকে ২ বছর ৬ মাস কারাদণ্ড ও ৪ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ৪ মাসের কারাদ- দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক তারিক হাসান এ রায় দেন। সাজাপ্রাপ্ত বগা মেহেরপুর মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২০ এপ্রিল মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলেকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে এক লাখ ৪০ হাজার টাকা গ্রহণ করেন বগা। পরে চাকরি দিতে ব্যর্থ হন। এতে টাকা ফেরত না দেয়ায় দেলোয়ার হোসেন বাদী হয়ে মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় মোট চারজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে বগা দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে এ রায় দেন।