স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক নির্বাচন-২০২১ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের তৃতীয়তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৩৬ জন ভোটারের মধ্যে ১৩২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ৯টি পদের মধ্যে ৫টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে আব্দুর রহমান ৯৪ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান মিঠু সর্বোচ্চ ৮১ ভোট পেয়ে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে নিকটতম প্রার্থী ছিলেন আতিয়ার রহমান। তিনি ভোট পেয়েছেন ৩৮ এবং সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রার্থী ছিলেন আব্দুল বারী। তিনি ভোট পেয়েছেন ৪৮। নির্বাচনে সহসভাপতি পদে খাইরুল ইসলাম (৭১), যুগ্মসম্পাদক পদে আলমগীর হোসেন (৭৬) এবং দফতর সম্পাদক পদে আবু বকর সিদ্দিক (৭৬) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে জাহাঙ্গীর আলম, শামিম আনোয়ার, মজনু রহমান ও নাসির উদ্দিন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক হিসেবে অ্যাড. এসএম হুমায়ুন কবীর, সদস্য হিসেবে অ্যাড. আসাদুজ্জামান ও অ্যাড. মাসুদুর রহমান টিটন দায়িত্ব পালন করেন।
এছাড়া, আরও পড়ুনঃ