প্যাথেডিনসহ আটক মান্নানের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
চুয়াডাঙ্গা মুক্তিপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মুক্তিপাড়ার মাদকসেবী আব্দুল মান্নানকে কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে মান্নান নেশাজাতীয় ইনজেকশনসহ আটক হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৪ মাসের কারাদণ্ড প্রদান করেন বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা কার্যালয়ের একটি দল শহরের মুক্তিপাড়ায় অভিযান চালান। এ সময় একই এলাকার মৃত মানিক ম-লের ছেলে মাদকসেবী আব্দুল মান্নানকে (৩৮) আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় এক অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। সেখানেই বসানো হয় ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত মাদকসেবী আব্দুল মান্নানকে চার মাসের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। গতকালই দন্ডপ্রাপ্ত মান্নানকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।