স্টাফ রিপোর্টার: মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন গাংনী শাখার আওতাধীন ধানখোলা উপ-শাখা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ধানখোলা উপ-শাখা কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা কমিটির সদস্যরা ওই উপ-কমিটির বিলুপ্ত ঘোষণা করেন। পুনরায় নির্বাচন না হওয়া পর্যন্ত আবু সাঈদ টোকনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জমির উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, কার্যকরী সভাপতি এনামুল হক, সহ-সভাপতি আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক মিল্টন শেখ, কার্যকরী সদস্য আজমুল রতন, কার্যকরী সদস্য আবুল বাশারসহ উপ-শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।