হরিণাকুন্ডুু থানার প্রাক্তন ওসিকে বিদায় ও নবাগত ওসির বরণ অনুষ্ঠান

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকন্ডুু থানার প্রাক্তন ওসি আসাদুজ্জানকে বিদায় একই সাথে নবাগত ওসি আব্দুর রহিম মোল্লাকে বরণ করে নিলো থানা ও সকল পুলিশ ফাড়ির অফিসার , পুলিশ সদস্যরা । বৃহস্পতিবার রাতে থানা অফিসার্স কক্ষে থানার ওসি (তদন্ত) এনামূল হক এর সভাপতিত্বে ও সঞ্চালনায় বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এএএসপি সার্কেল( শৈলকুপা, হরিণাকুন্ডু) মোঃ আরিফুল ইসলাম। এসময় বক্তব্য রখেন থানা সেকেন্ড অফিসার এসআই বিস্বজিৎ পাল, এসআই জগদীশ চন্দ্র বসু ,এসআই হুমাউন, এসআই আলমগীর হসেন, কনজঃ দেলোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন এসআই আব্দুর রাজ্জাক, এসআই সোহেল রানা, এএসআই সাইফুদ্দীন, দীপেন, উত্তম, জেসমীন আরা, মোহন, এনামূল, ইয়াসির আরাফাত, কম্পিউটার অপারেটর রাশেদ, জাহীদ সহ সকল পুলিশ সদস্য। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন ২০১৮ সালের ২০ অক্টোবর আমাদের আসাদুজ্জামান যোগদানের পর ২২ মাস সুনামের সাথে দ্বায়ীত্ব পালন করে আসছে, এ সময়ের মধ্যে হরিণাকুন্ডুতে মাদক, সন্ত্রাস ও জুয়া প্রতিরোধে সহ আইন শৃঙ্খালার উন্নতি হয়েছে। নবাগত ওসি আব্দুর রহিম মোল্লা যশোর অঞ্চল থেকে এসে যোগদান করলেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষার্থে সাংবাদিক সহ সকল শ্রেনী পেশার মানুষের একান্তিক সহযোগীতা কামনা করেছেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More