জীবননগর ব্যুরো: বিষধর সাপের ছোবলে মৃত্যু ঘটেছে এক সন্তানের জননী ইরানী খাতুনের (২৭)। গতকাল বুধবার সকালে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত ইরানীকে একটি চন্দ্র বোড়া সাপে দংশন করে। সর্প দংশনের এ ঘটনাটি ঘটেছে জীবননগর উপজেলার হরিপুর গ্রামের উত্তরপাড়ায়। এ ছাড়াও গতকাল রাতে একই গ্রামের জাহাঙ্গীরের সাপে দংশন করেছে। তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
জানা যায়, উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রামের উত্তরপাড়ার ইমাদুল হকের স্ত্রী এক সন্তানের জননী ইরানী খাতুন রাতে স্বামী ও মেয়ের সাথে ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে বিশাক্ত একটি চন্দ্র বোড়া সাপ ইরানীর পায়ে ও উরুতে দংশন করে। রাতেই শুরু হয় ঝাড়-ফুক। কবিরাজ এসে দংশনকারী বিশাক্ত চন্দ্র বোড়া সাপটি আটক করে। সকালে অবস্থার অবনতি হলে ইরানীকে আটককৃত সাপসহ চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পূর্বেই দামুড়হুদায় তার মৃত্যু ঘটি। গতকালই দুপুরে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। এ দিকে গতকাল রাতে একই গ্রামের জাহাঙ্গীরের সাপে দংশন করেছে। তার চিকিৎসা চলছে বলে খবর পাওয়া গেছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ