কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানাকে পৌরসভার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। গতকাল সোমবার পৌরভবনে দেয়া এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মো. জাহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার এখানে দীর্ঘ প্রায় দুই বছরের কর্ম জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্যানেল মেয়র আনারুল ইসলাম সেন্টু, কমিশনার কামাল হোসেন, ঝাফর ইকবাল শান্তি, রকিব উদ্দীন প্রমুখ। এর আগে নির্বাহী অফিসার পৌরভবনে পৌঁছুলে মেয়রের নেতৃত্বে পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। অনুষ্ঠান পরিচালনা পৌর কর্মচারী সংগঠনের নেতা মো. সেকেন্দার আলী।