স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জালশুকা গ্রামে স্ত্রীকে কুপিয়ে জখম করেছে স্বামী। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী রত্নাকে ধারালো হেঁসো দিয়ে কুপিয়ে জখম করে স্বামী রুবেল। খবর পেয়ে রত্নার বাবার বাড়ির লোকজন গিয়ে রুবেলকেও মারপিট করে। গতরাতেই তাদের দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা গ্রামের জিয়াউর রহমানের ছেলে রুবেল হোসেনের সাথে ৮ বছর আগে গোপিনাথপুরের বুদোর মেয়ে রত্নার বিয়ে হয়। গতকাল রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র হেঁসো দিয়ে কুপিয়ে জখম করে রুবেল। এতে রত্নার বুক, মাথা ক্ষতবিক্ষত হয়। এছাড়া ডানহাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা রত্নাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। এসময় রত্নার স্বামী রুবেল বাড়িতেই ছিলো। খবর পেয়ে রত্নার বাবার বাড়ির লোকজন গিয়ে রুবেলকে মারপিট করে। পরে রুবেলকেও হাসপাতালে নেয়া হয়। তারা দুজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে, এ ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ