বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ি-দর্শনা সড়কের দোস্ত গ্রামের মসজিদের নিকট সামান্য বৃষ্টিতে পাকা সড়কের ওপর জমে থাকে থৈ থৈ পানি। ফলে একমাত্র সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। পানি জমে থাকার কারণে অনেক সময় ঘটছে দুর্ঘটনা।
চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি ভায়া দর্শনা ৮ কি.মি. একটি জনগুরুত্বপূর্ণ পাকা সড়ক। এ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষসহ বিভিন্ন প্রকার ভারী ও হালকা যানবাহন চলাচল করে থাকে। এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই এলজিইডির এ সড়কের দোস্ত গ্রামের মধ্যে মসজিদের সামনের রাস্তার ওপর হাটু পরিমাণ পানি জমে থাকে। পানি বের হবার কোনো ব্যবস্থা না থাকায় দীর্ঘসময় ধরে পথচারীদের ভোগান্তি পোহাতে হয়। পানি জমে থাকায় বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক সময় পানির মধ্যে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনাও ঘটে থাকে। জরুরি ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ সড়কে জমে থাকা পানির জায়গাটি মেরামত করার দাবি জানিয়েছে এলাকাবাসী।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ