সরোজগঞ্জ প্রতিনিধি: -চুয়াডাঙ্গার কুশোডাঙ্গা সড়কের ছিনতাই সন্দেহে খেজুরার আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ ।শনিবার সন্ধ্যা ৬ টার সময় নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয় ।তাকে শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে ।
জানা গেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের খেজুরা গ্রামের মগবুল হোসেনের ছেলে আব্দুর রহিম(১৮) শনিবার সন্ধ্যা ৬টার ডিঙ্গেদহ বাজারের বিশ^াস মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়। সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল আলিম এএসআই জামাল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন।পুলিশ জানায় আব্দুর রহিম গত ১১জুন সন্ধ্যায় কুশোডাঙ্গা সড়কের ছিনতাই ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে ।তাকে শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে ।#
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ