কুষ্টিয়া প্রতিনিধি: ঢাকাতে করোনা ভাইরাসে আক্রান্ত নিশ্চিত হয়ে এক দম্পতি কুষ্টিয়া পালিয়ে আসা কালে তাদের উদ্ধার করেছে পুলিশ বলে খবর পাওয়া গেছে। আক্রান্ত ঐ দম্পতিকে রাজবাড়ী সদর থানা পুলিশ উদ্ধার করে কুষ্টিয়ায় পাঠিয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজবাড়ী জেলা প্রশাসকের তথ্যের ভিত্তিতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রতন ক্লিনিকের সামনে থেকে একটি ব্যাটারিচালিত অটো রিকশা থেকে তাদের উদ্ধার করা হয়। এর পর তাদেরকে কুষ্টিয়ায় পাঠিয়ে দেওয়া হয়।
উদ্ধারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা তছিকুল ইসলাম (৩১) ও তার স্ত্রী শিল্পী বেগম (২৪)।
উদ্ধারকৃত তছিকুল বলেন, ঢাকার কামরাঙ্গী চরে একটি ভাড়া বাসায় তারা বসবাস করতেন। গত বুধবার তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে এবং বৃহস্পতিবার তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস ধরা পড়লে তারা ঢাকা থেকে পালিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ঢাকা ফেরত ঐ দম্পতিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ